صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
98 - عن ابن أبي السائب - قاص أهل المدينة -، قال: قالت عائشة : قُصَّ في الجمعة مرّة، فإن أبيت فمرتين، فإن أبيت فثلاث، ولا أُلفِيَّنك تأتي القومَ وهم في حديثهم فتقطعه عليهم، ولكن إن استمعوا حديثك فحدثهم، واجتنب السجع في الدعاء، فإني عهدت النبي صلى الله عليه وسلم وأصحابه يكرهون ذلك.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - التعليق على `الإحسان` (2/ 162/ 974).
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি মদীনার কিচ্ছাগীর (উপদেশদাতা) ইবনু আবী সায়িবকে বললেন: জুমার দিনে একবার উপদেশ বা বক্তব্য পেশ করো। যদি তুমি না মানো, তবে দুইবার। যদি তুমি না মানো, তবে তিনবার।
আর আমি যেন তোমাকে এমন অবস্থায় না দেখি যে, তুমি কোনো একদল লোকের কাছে আসো যখন তারা নিজেদের কথোপকথনে ব্যস্ত থাকে এবং তুমি তা ছিন্ন করে দাও (বা তাদের কথা থামিয়ে দাও)। বরং, যদি তারা মনোযোগ দিয়ে তোমার বক্তব্য শোনে, তবেই তুমি তাদের কাছে কথা বলো।
আর দু’আ করার সময় তুমি সাজ’ (কৃত্রিম ছন্দ বা মিলযুক্ত গদ্য) পরিহার করবে। কারণ আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবীগণকে তা অপছন্দ করতে দেখেছি।