قرة العينين برفع اليدين في الصلاة
Qurratul-Aynayn bi-Rafyil Yadayn fis Salat
জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত
قرة العينين برفع اليدين في الصلاة (21)
21 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ , حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ , عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ , عَنْ عَطَاءٍ قَالَ: صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ " فَكَانَ يَرْفَعُ إِذَا كَبَّرَ وَإِذَا رَكَعَ
অনুবাদঃ সুলায়মান ইবনু হারব আমাদের হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: ইয়াযীদ ইবনু ইবরাহীম আমাদের হাদীস বর্ণনা করেছেন, কায়স ইবনু সা‘দ থেকে, তিনি আতা থেকে। তিনি বলেন:
আমি আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু)-এর সাথে সালাত আদায় করেছি। তিনি তাকবীর বলার সময় হাত উঠাতেন এবং রুকূতে যাওয়ার সময়ও।