قرة العينين برفع اليدين في الصلاة
Qurratul-Aynayn bi-Rafyil Yadayn fis Salat
জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত
قرة العينين برفع اليدين في الصلاة (64)
64 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ , حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ , حَدَّثَنَا عَاصِمٌ قَالَ: " رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: إِذَا افْتَتَحَ الصَّلَاةَ كَبَّرَ , وَرَفَعَ يَدَيْهِ كُلَّمَا رَكَعَ , وَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ "
অনুবাদঃ মূসা ইবন ইসমাঈল আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন, আবদুল ওয়াহিদ ইবন যিয়াদ আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন, আসিম আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন:
«আমি আনাস ইবন মালিক (রা.)-কে দেখেছি: যখন তিনি নামায শুরু করতেন তাকবীর বলতেন, এবং দু’হাত তুলতেন প্রত্যেকবার যখন রুকূ করতেন, এবং রুকূ থেকে মাথা তুলতেন।»