الحديث


خلق أفعال العباد للبخاري
Khalqu Afalil Ibad lil Bukhari
খালক্বু আফআলিল ইবাদ লিল বুখারী





خلق أفعال العباد للبخاري (281)


حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، ثنا سُفْيَانُ، ثنا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهُوَ يَقومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، وَرَجُلٌ آتَاهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ» سَمِعْتُ سُفْيَانَ مِرَارًا لَمْ أَسْمَعْهُ يَذْكُرُ الْخَيْرَ وَهُوَ مِنْ صَحيحِ حَديثِهِ، وَقَالَ اللَّهُ تَعَالَى: {وَافْعَلُوا الْخَيْرَ} [الحج: 77] فَأَثْبَتَ الْخَيْرَ مِنْهُمْ فِعْلًا




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "কেবল দুটি বিষয়েই (অন্যের প্রতি) ঈর্ষা করা যেতে পারে: এক, সেই ব্যক্তি যাকে আল্লাহ কুরআন দান করেছেন এবং সে রাত ও দিনের বিভিন্ন সময় তা নিয়ে (সালাতে) দাঁড়ায় (বা তিলাওয়াত করে); দুই, সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং সে রাত ও দিনের বিভিন্ন সময় তা (আল্লাহর পথে) ব্যয় করে।"

(বর্ণনাকারী বলেন) আমি সুফিয়ানকে বহুবার শুনেছি, কিন্তু আমি তাকে 'আল-খাইর' (কল্যাণ) শব্দটি উল্লেখ করতে শুনিনি, যদিও এটি তাঁর সহীহ হাদীসের অংশ। আর আল্লাহ তাআলা বলেছেন: "তোমরা কল্যাণকর কাজ করো।" (সূরা হাজ্জ: ৭৭)। এভাবে আল্লাহ তাদের থেকে কর্ম হিসেবে কল্যাণকে সাব্যস্ত করেছেন।