خلق أفعال العباد للبخاري
Khalqu Afalil Ibad lil Bukhari
খালক্বু আফআলিল ইবাদ লিল বুখারী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَنَا عَبْدُ اللَّهِ، أَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عِمْرَانَ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: صَلَّى بِنَا رَجُلٌ فِي مَسْجِدِ الْمَدِينَةِ فِي شَهْرِ رَمَضَانَ فَجَاءَ بِتِلْكَ الْهِنَاتِ، يَعْنِي تَطَرَّبَ، فأَنْكَرَ ذَلِكَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ، وَقَالَ: يَقُولُ اللَّهُ: {وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزُيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ} [فصلت: 42]
অনুবাদঃ ইমরান ইবনু আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন: রমযান মাসে মদীনার মসজিদে এক ব্যক্তি আমাদের নিয়ে সালাত আদায় করলো। অতঃপর সে এমন কিছু অদ্ভুত কাজ করতে লাগলো—অর্থাৎ (ক্বিরাতকে) সুরেলা করে গাইছিল। তখন কাসিম ইবনু মুহাম্মাদ তা অপছন্দ করলেন এবং বললেন: আল্লাহ্ বলেন: "নিশ্চয়ই এটা এক মহা সম্মানিত কিতাব। এর সামনে বা এর পেছন দিক থেকে বাতিল একে স্পর্শ করতে পারে না। এটা প্রজ্ঞাময়, প্রশংসিত সত্তার নিকট থেকে নাযিলকৃত।" (সূরাহ ফুসসিলাত: ৪২)