خلق أفعال العباد للبخاري
Khalqu Afalil Ibad lil Bukhari
খালক্বু আফআলিল ইবাদ লিল বুখারী
وَحَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ، قَالَ: كُنَّا ذَاتَ يَوْمٍ عِنْدَ مَرْوَانَ بْنِ مُعَاوِيَةَ الْفَزَارِيِّ، فَسَأَلَهُ رَجُلٌ عَنْ حَدِيثِ الرُّؤْيَةِ فَلَمْ يُحَدِّثْهُ بِهِ، فَقَالَ لَهُ: إِنْ لَمْ تُحَدِّثْنِي بِهِ فَأَنْتَ جَهْمِيٌّ، فَقَالَ مَرْوَانُ: «أَتَقُولُ لِي جَهْمِيٌّ، وَجَهْمٌ مَكَثَ أَرْبَعِينَ يَوْمًا لَا يَعْرِفُ رَبَّهُ؟»
অনুবাদঃ আবূ জা'ফর থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ইয়াহইয়া ইবনে আইয়ুবকে বলতে শুনেছি, তিনি বলেছেন: আমরা একদিন মারওয়ান ইবনে মু'আবিয়া আল-ফাজারীর নিকট ছিলাম। তখন এক ব্যক্তি তাঁকে 'রুইয়াহ' (আল্লাহকে দেখা সংক্রান্ত) হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করল, কিন্তু তিনি তাকে তা বর্ণনা করলেন না। অতঃপর লোকটি তাঁকে বলল: আপনি যদি আমাকে তা বর্ণনা না করেন, তবে আপনি একজন জাহমী। তখন মারওয়ান বললেন: তুমি আমাকে জাহমী বলছো? অথচ জাহম (ইবনে সাফওয়ান) চল্লিশ দিন অবস্থান করেছিল এবং সে তার রবকে চিনতো না?