الحديث


جزء القراءة خلف الإمام للبخاري
Juzul Qiraat Khalfal Imaam lil Bukhari
জুযউল কিরাআত খালফাল ইমাম লিল বুখারী





جزء القراءة خلف الإمام للبخاري (95)


95 - حَدَّثَنَا مَحْمُودٌ قَالَ: حَدَّثَنَا الْبُخَارِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، قَالَ: قَالَ أَبُو سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «لَا يَرْكَعْ أَحَدُكُمْ حَتَّى يَقْرَأَ بِأُمِّ الْقُرْآنِ» . قَالَ الْبُخَارِيُّ: وَكَانَتْ عَائِشَةُ تَقُولُ ذَلِكَ، وَقَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ: إِنَّمَا أَجَازَ إِدْرَاكَ الرُّكُوعِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِينَ لَمْ يَرَوُا الْقِرَاءَةَ خَلْفَ الْإِمَامِ مِنْهُمُ ابْنُ مَسْعُودٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَابْنُ عُمَرَ، فَأَمَّا مَنْ رَأَى الْقِرَاءَةَ فَإِنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ يَا فَارِسِيُّ وَقَالَ: لَا تَعْتَدَّ بِهَا حَتَّى تُدْرِكَ الْإِمَامَ قَائِمًا




অনুবাদঃ আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তোমাদের মধ্যে কেউ যেন রুকু না করে, যতক্ষণ না সে উম্মুল কুরআন (সূরা ফাতিহা) পাঠ করে। বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন: আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-ও তা বলতেন। আর আলী ইবনু আবদুল্লাহ (রাহিমাহুল্লাহ) বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীগণের মধ্যে যারা রুকু পাওয়ার দ্বারা সালাত পেয়ে যাওয়া বৈধ বলেছেন, তারা কেবলই তারা, যারা ইমামের পিছনে ক্বিরাআত করাকে জরুরি মনে করতেন না, তাঁদের মধ্যে রয়েছেন ইবনু মাসঊদ, যায়িদ ইবনু সাবিত এবং ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)। কিন্তু যারা ক্বিরাআত করাকে জরুরি মনে করতেন, তাঁদের মধ্যে আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন: হে ফারসী! তুমি তোমার মনে মনে তা (ফাতিহা) পাঠ করো। আর তিনি (আবূ হুরায়রা) বলেছেন: তুমি তা দিয়ে (সালাত) হিসাব করবে না, যতক্ষণ না তুমি ইমামকে দাঁড়ানো অবস্থায় পাও।

[নোটঃ AI দ্বারা অনূদিত]