الآداب للبيهقي
Al-Adab lil-Bayhaqi
আল-আদাব লিল-বায়হাক্বী
12 - أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ، أَنْبَأَنَا أَبُو عَلِيٍّ إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْمُنَادِي، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ السَّمَّاكِ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ قَالَ: " قَالَتْ أُمُّ سَعْدٍ: أَلَيْسَ قَدْ أَمَرَ اللَّهُ بِبِرِّ الْوَالِدَةِ، فَوَاللَّهِ لَا أَطْعَمُ طَعَامًا، وَلَا أَشْرَبُ شَرَابًا، حَتَّى تَكْفُرَ أَوْ تَمُوتَ. فَكَانُوا إِذَا أَرَادُوا أَنْ يُطْعِمُوهَا أَوْ يَسْقُوهَا شَجَرُوا فَاهَا بِعَصًا، ثُمَّ أَوْجَرُوهَا الطَّعَامَ وَالشَّرَابَ، فَنَزَلَتْ: {وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا} [العنكبوت: 8] "
অনুবাদঃ সা'দ (রাদিয়াল্লাহু আনহু) বলেন: সা'দ-এর মাতা বলেছিলেন, ‘আল্লাহ কি মাতার সাথে সদ্ব্যবহার করতে নির্দেশ দেননি? আল্লাহর কসম, আমি কোনো খাদ্য গ্রহণ করব না এবং কোনো পানীয় পান করব না, যতক্ষণ না তুমি (ইসলাম ধর্ম) অস্বীকার করো (অর্থাৎ কুফরি করো) অথবা আমি মরে যাই।’
অতঃপর যখনই তারা তাকে খাদ্য বা পানীয় দিতে চাইত, তারা লাঠি দিয়ে তার মুখ ফাঁক করে দিত, অতঃপর তাকে জোরপূর্বক খাবার ও পানীয় খাইয়ে দিত। তখন এই আয়াতটি নাযিল হলো: {আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে, তারা যেন তাদের মাতাপিতার সাথে সদ্ব্যবহার করে। কিন্তু তারা যদি তোমাকে আমার সাথে এমন বিষয় শরীক করতে চেষ্টা করে, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের মান্য করবে না।} [সূরা আল-আনকাবুত: ৮]