الأسماء والصفات للبيهقي
Al-Asma was-Sifat lil-Bayhaqi
আল-আসমা ওয়াস-সিফাত লিল-বায়হাক্বী
876 - أَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، ثَنَا أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ، ثَنَا أَحْمَدُ بْنُ حَفْصٍ، ثَنَا أَبُو حَفْصٍ الْفَلَّاسُ، ثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ سُفْيَانَ، عَنِ الْكَلْبِيِّ، قَالَ: قَالَ لِي أَبُو صَالِحٍ: «انْظُرْ كُلَّ شَيْءٍ رَوَيْتَ عَنِّي عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَلَا تَرَوِهِ» . قَالَ: وَأَخْبَرَنَا أَبُو أَحْمَدَ قَالَ: سَمِعْتُ عَبْدَانَ يَقُولُ: سَمِعْتُ زَيْدَ بْنَ الْحَرِيشِ يَقُولُ: سَمِعْتُ أَبَا مُعَاوِيَةَ يَقُولُ: قُلْنَا لِلْكَلْبِيِّ: «بَيِّنْ لَنَا مَا سَمِعَتَ مِنَ أَبِي صَالِحٍ وَمَا هُوَ قَوْلُكَ، فَإِذَا الْأَمْرُ عِنْدَهُ قَلِيلٌ» . قَالَ: وَأَخْبَرَنَا أَبُو أَحْمَدَ، ثَنَا الْجُنَيْدِيُّ، ثَنَا الْبُخَارِيُّ قَالَ: مُحَمَّدُ بْنُ السَّائِبِ أَبُو النَّضْرِ الْكَلْبِيُّ الْكُوفِيُّ تَرَكَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ
অনুবাদঃ আবু সালিহ (আল-কালবিকে) বললেন: "ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা)-এর সূত্রে তুমি আমার কাছ থেকে যা কিছু বর্ণনা করেছ, তার প্রতি লক্ষ্য রাখো, অতঃপর তা আর বর্ণনা করো না।"
(অন্য একটি সূত্রে আবু আহমাদ থেকে বর্ণিত,) তিনি বলেন: আমি আবদানকে বলতে শুনেছি, তিনি যায়েদ ইবনুল হারীশকে বলতে শুনেছেন, তিনি আবু মু'আবিয়াকে বলতে শুনেছেন: আমরা আল-কালবিকে বললাম, "আবু সালিহ-এর কাছ থেকে আপনি যা শুনেছেন এবং আপনার নিজের কথা কী, তা আমাদের কাছে স্পষ্ট করে দিন।" তখন দেখা গেল এই বিষয়ে তাঁর বক্তব্য খুবই সামান্য।
(অন্য একটি সূত্রে আবু আহমাদ থেকে বর্ণিত,) তিনি বলেন: জুনাইদী আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন, তিনি বুখারী থেকে বর্ণনা করেছেন, বুখারী বলেছেন: মুহাম্মাদ ইবনুস সাইব আবুল নাদর আল-কালবি আল-কুফী – ইয়াহইয়া ইবনু সাঈদ ও আবদুর রহমান ইবনু মাহদী তাকে (তার বর্ণনাকে) পরিহার করেছেন।