الأسماء والصفات للبيهقي
Al-Asma was-Sifat lil-Bayhaqi
আল-আসমা ওয়াস-সিফাত লিল-বায়হাক্বী
98 - أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ الْمُزَكِّي , أنا أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدُوسٍ الطَّرَائِفِيُّ , ثنا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ , ثنا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ , عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَلْحَةَ , عَنِ ابْنِ عَبَّاسٍ , رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي قَوْلِهِ: { الصَّمَدُ} [الإخلاص: 2] قَالَ: السَّيِّدُ الَّذِي كَمُلَ فِي سُؤْدَدِهِ وَالشَّرِيفُ الَّذِي كَمُلَ فِي شَرَفِهِ وَالْعَظِيمُ الَّذِي قَدْ كَمُلَ فِي عَظَمَتِهِ , وَالْحَلِيمُ الَّذِي قَدْ كَمُلَ فِي حِلْمِهِ , وَالْغَنِيُّ الَّذِي قَدْ كَمُلَ فِي غِنَاهُ , وَالْجَبَّارُ الَّذِي قَدْ كَمُلَ فِي جَبَرُوتِهِ , وَالْعَالِمُ الَّذِي قَدْ كَمُلَ فِي عَلِمِهِ , وَالْحَكِيمُ الَّذِي قَدْ كَمُلَ فِي حُكْمِهِ , وَهُوَ الَّذِي قَدْ كَمُلَ فِي أَنْوَاعِ الشَّرَفِ وَالسُّؤْدَدِ وَهُوَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَذِهِ صِفَتُهُ لَا تَنْبَغِي إِلَّا لَهُ لَيْسَ لَهُ كُفُوٌ وَلَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ , فَسُبْحَانَ اللَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি আল্লাহর বাণী: {الصَّمَدُ} [আল-ইখলাস: ২] সম্পর্কে বলেছেন:
তিনি হলেন সেই প্রভু/কর্তা (সাইয়্যিদ), যিনি তাঁর কর্তৃত্ব ও মহত্বে পরিপূর্ণ। এবং সেই সম্মানিত সত্তা (শরীফ), যিনি তাঁর সম্মানে পরিপূর্ণ। এবং সেই মহান সত্তা (আযীম), যিনি তাঁর মহত্ত্বের মধ্যে পরিপূর্ণতা লাভ করেছেন। এবং সেই ধৈর্যশীল সত্তা (হালীম), যিনি তাঁর সহনশীলতা/ধৈর্যের মধ্যে পরিপূর্ণতা লাভ করেছেন। এবং সেই অভাবমুক্ত সত্তা (গানী), যিনি তাঁর অভাবমুক্ততার মধ্যে পরিপূর্ণতা লাভ করেছেন। এবং সেই প্রবল প্রতাপান্বিত সত্তা (জাব্বার), যিনি তাঁর প্রতাপের মধ্যে পরিপূর্ণতা লাভ করেছেন। এবং সেই মহাজ্ঞানী সত্তা (আলীম), যিনি তাঁর জ্ঞানের মধ্যে পরিপূর্ণতা লাভ করেছেন। এবং সেই প্রজ্ঞাময় সত্তা (হাকীম), যিনি তাঁর প্রজ্ঞা/হুকুমের মধ্যে পরিপূর্ণতা লাভ করেছেন।
আর তিনি হলেন সেই সত্তা, যিনি সম্মান ও মহত্বের সকল প্রকারের মধ্যে পরিপূর্ণতা লাভ করেছেন। আর তিনিই আল্লাহ আযযা ওয়া জাল্লা। এই হলো তাঁর বৈশিষ্ট্য, যা শুধুমাত্র তাঁর জন্যই শোভা পায়। তাঁর কোনো সমকক্ষ নেই এবং তাঁর মতো আর কিছুই নেই। অতএব, সেই একক, মহাপ্রতাপশালী আল্লাহর পবিত্রতা বর্ণনা করো।