الحديث


مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ





مسند الشافعي (47)


47 - أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّهُ ` تَوَضَّأَ بِالسُّوقِ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ دُعِيَ لِجَنَازَةٍ فَدَخَلَ الْمَسْجِدَ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ صَلَّى عَلَيْهَا ` *




অনুবাদঃ ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত:

তিনি বাজারে (হাটে) ওযু করলেন। অতঃপর তিনি তাঁর মুখমণ্ডল ও হাতদ্বয় ধৌত করলেন এবং মাথা মাসাহ করলেন। এরপর তাঁকে একটি জানাযার জন্য ডাকা হলো। ফলে তিনি এর উপর সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করলেন। অতঃপর তিনি তাঁর মোজা দুটির উপর মাসাহ করলেন, এরপর এর উপর (জানাযার) সালাত আদায় করলেন।