مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ
48 - أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : ` تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَاسْتَنْشَقَ وَمَضْمَضَ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ أَدْخَلَ يَدَهُ، وَصَبَّ عَلَى وَجْهِهِ مَرَّةً وَاحِدَةً، وَصَبَّ عَلَى يَدَيْهِ مَرَّةً وَاحِدَةً، وَمَسَحَ رَأْسَهُ وَأُذُنَيْهِ مَرَّةً وَاحِدَةً ` *
অনুবাদঃ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু করলেন। অতঃপর তিনি (পানির) পাত্রের মধ্যে তাঁর হাত প্রবেশ করালেন। তিনি একবার কুলি করলেন এবং নাকে পানি দিলেন। অতঃপর তিনি (পুনরায়) তাঁর হাত প্রবেশ করালেন এবং তাঁর মুখমণ্ডলে একবার পানি ঢাললেন। আর তাঁর উভয় হাতে একবার পানি ঢাললেন। এবং তিনি তাঁর মাথা ও কান একবার মাসাহ করলেন।