مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী
1487 - نَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نَا عَبْدُ الصَّمَدِ , نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، نا زَيْدُ بْنُ أَسْلَمَ , قَالَ: رَأَيْتُ شَيْخًا بِالْإِسْكَنْدَرِيَّةِ يُقَالُ لَهُ: سَرَّقٌ، فَقُلْتُ: مَا هَذَا الِاسْمُ؟ -467- قَالَ: اسْمٌ سَمَّانِيهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَنْ أَدَعَهُ، قَالَ: قُلْتُ: لَمَ سَمَّاكَ؟، قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ فَأَخْبَرْتُهُمْ أَنَّ مَالًا يَقْدَمُ فَبَايَعُونِي فَاسْتَهْلَكْتُ أَمْوَالَهُمْ، فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَنْتَ سَرَّقٌ» ، وَبَاعَنِي بِأَرْبَعَةِ أَبْعِرَةٍ، فَقَالَ الْغُرَمَاءُ لِلَّذِي اشْتَرَى: مَا تَصْنَعُ؟ . قَالَ: أُعْتِقُهُ، قَالَ: فَلَسْنَا بِأَزْهَدَ فِي الْأَجْرِ مِنْكَ، وَأَعْتَقُونِي بَيْنَهُمْ، وَبَقِيَ اسْمِي
অনুবাদঃ যায়িদ ইবনু আসলাম (রাহিমাহুল্লাহু) থেকে বর্ণিত। তিনি বললেন:
আমি ইসকান্দারিয়্যাতে (আলেকজান্দ্রিয়া) একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখলাম, যাকে সাররাক্ব (سَرَّق) বলা হতো। আমি জিজ্ঞেস করলাম: এই নামের অর্থ কী? তিনি বললেন: এটি এমন একটি নাম যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে দিয়েছিলেন এবং আমি তা কখনোই ছাড়ব না।
আমি বললাম: তিনি আপনাকে কেন এই নাম দিলেন?
তিনি বললেন: আমি মদীনায় এসেছিলাম এবং তাদের বলেছিলাম যে একটি পণ্যবাহী কাফেলা আসছে। তারা আমার সাথে ক্রয়-বিক্রয় চুক্তি করল (বা লেনদেন করল), কিন্তু আমি তাদের সম্পদ নষ্ট করে ফেললাম (বা তাদের পাওনা হজম করে ফেললাম)।
তখন তারা (ক্ষতিগ্রস্ত পাওনাদাররা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে আসল। তিনি বললেন: তুমিই সাররাক্ব? অতঃপর তিনি চারটি উটের বিনিময়ে আমাকে বিক্রি করে দিলেন।
যারা আমার কাছে পাওনাদার ছিল, তারা যিনি আমাকে কিনেছিলেন, তাকে জিজ্ঞেস করল: আপনি কী করবেন? তিনি বললেন: আমি তাকে মুক্ত করে দেব। তারা (পাওনাদাররা) বলল: আমরা আপনার চেয়ে সাওয়াবের প্রতি কম আগ্রহী নই। অতঃপর তারা সবাই সম্মিলিতভাবে আমাকে মুক্ত করে দিল। আর আমার এই নাম (সাররাক্ব) রয়ে গেল।