الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (1545)


1545 - نَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ , حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ صَالِحِ بْنِ جُبَيْرٍ أَنَّهُ قَالَ: قَدِمَ عَلَيْنَا أَبُو جُمُعَةَ الْأَنْصَارِيُّ صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ الْمَقْدِسِ لِيُصَلِّيَ فِيهِ، وَمَعَنَا رَجَاءُ بْنُ حَيْوَةَ يَوْمَئِذٍ، فَلَمَّا انْصَرَفَ خَرَجْنَا لِنُشَيِّعَهُ، فَلَمَّا أَرَدْنَا الِانْصِرَافَ قَالَ -513-: إِنَّ لَكُمْ عَلَيَّ لَجَائِزَةً، وَحَقًّا أَنْ أُحَدِّثَكُمْ بِحَدِيثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقُلْنَا: هَاتِهِ، يَرْحَمُكَ اللَّهُ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَعَنَا مُعَاذُ بْنُ جَبَلٍ عَاشِرُ عَشْرَةٍ قَالَ: فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، هَلْ مِنْ قَوْمٍ أَعْظَمَ مِنَّا أَجْرًا آمَنَّا بِكَ وَاتَّبَعْنَاكَ؟، قَالَ: «مَا يَمْنَعُكُمْ مِنْ ذَلِكَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِكُمْ يَأْتِيَكُمْ بِالْوَحْيِ مِنَ السَّمَاءِ، بَلْ قَوْمٌ يَأْتُونَ بَعْدَكُمْ يَأْتِيهُمْ كِتَابٌ بَيْنَ لَوْحَيْنِ فَيُؤْمِنُونَ بِهِ وَيَعْمَلُونَ بِمَا فِيهِ؛ أُولَئِكَ أَعْظَمُ مِنْكُمْ أَجْرًا، أُولَئِكَ أَعْظَمُ مِنْكُمْ أَجْرًا»




অনুবাদঃ সালিহ ইবনু জুবাইর (রহ.) বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবূ জুমু‘আহ আল-আনসারী আমাদের নিকট বাইতুল মাকদিসে এলেন, সেখানে সালাত আদায় করার জন্য। সেদিন আমাদের সাথে রাজা ইবনু হাইওয়াহও ছিলেন। যখন তিনি (সালাত শেষে) ফিরলেন, আমরা তাকে বিদায় জানাতে বের হলাম। যখন আমরা ফেরার ইচ্ছা করলাম, তখন তিনি বললেন—

“তোমাদের প্রতি আমার একটি প্রতিদান এবং হক্ব হলো যে, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শোনা একটি হাদীস বর্ণনা করি।” আমরা বললাম: “বলুন! আল্লাহ আপনার প্রতি রহম করুন।”

তিনি বললেন: আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমাদের সাথে মু‘আয ইবনু জাবাল ছিলেন, তিনি ছিলেন দশজনের মধ্যে দশম ব্যক্তি। আমরা বললাম: “হে আল্লাহর রাসূল! আমাদের চেয়েও কি বড় প্রতিদানপ্রাপ্ত কোনো সম্প্রদায় আছে, যারা আপনার প্রতি ঈমান আনবে এবং আপনাকে অনুসরণ করবে?”

তিনি বললেন: “তোমাদেরকে সে বিষয়ে (সেরকম হতে) কিসে বাধা দিচ্ছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাদের মাঝে বিদ্যমান, তিনি আকাশ থেকে তোমাদের নিকট অহী নিয়ে আসেন। বরং তোমাদের পরে এমন সম্প্রদায় আসবে, যাদের নিকট দুই মলাটের মধ্যে একটি কিতাব আসবে। অতঃপর তারা তাতে ঈমান আনবে এবং তাতে যা আছে সে অনুযায়ী আমল করবে। তারাই তোমাদের চেয়ে বড় প্রতিদানপ্রাপ্ত হবে। তারাই তোমাদের চেয়ে বড় প্রতিদানপ্রাপ্ত হবে।”