مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী
3 - نا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نا أَبُو عَاصِمٍ، نا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي زِيَارَةِ الْقُبُورِ، فَزُورُوهَا؛ فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ، وَكُنْتُ نَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِي فَوْقَ ثَلَاثٍ لِيَتَّسِعَ لِذِي الطَّوْلِ عَلَى مَنْ لَا طَوْلَ لَهُ، فَكُلُوا مَا بَدَا لَكُمْ، وَأَطْعِمُوا وَادَّخِرُوا، وَنَهَيْتُكُمْ عَنِ الظُّرُوفِ، وَإِنَّ الظُّرُوفَ لَا تُحَرِّمُ شَيْئًا وَلَا تُحِلُّهُ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
অনুবাদঃ বুরাইদাহ (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে কবর যিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে। অতএব, তোমরা কবর যিয়ারত করো; কারণ তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়।"
"আর আমি তোমাদেরকে তিন দিনের অধিক কুরবানীর গোশত খেতে নিষেধ করেছিলাম— যেন সম্পদশালীর পক্ষ থেকে সম্পদহীনদের প্রতি প্রশস্ততা সৃষ্টি হয়। অতএব, এখন তোমরা যেমন ইচ্ছা খাও, খাওয়াও এবং সংরক্ষণ করো।"
"আর আমি তোমাদেরকে (নির্দিষ্ট ধরনের) পাত্রসমূহ (ব্যবহার করতে) নিষেধ করেছিলাম। বস্তুত, পাত্রসমূহ কোনো কিছুকে হারামও করে না, হালালও করে না। আর প্রতিটি নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম।"