الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (57)


57 - نا ابْنُ إِسْحَاقَ، أنا خَلَفٌ، نا يَزِيدُ، أنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي دَاوُدَ الْأَعْمَى، عَنْ بُرَيْدَةَ الْخُزَاعِيِّ - وَلَمْ يَقُلِ: الْأَسْلَمِيِّ - قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، عَرَفْنَا كَيْفَ السَّلَامُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: «قُولُوا اللَّهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ وَرَحْمَتَكَ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا جَعَلْتَهَا عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ»




অনুবাদঃ বুরাইদাহ আল-খুযাঈ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি জিজ্ঞেস করলাম, "হে আল্লাহর রাসূল, আপনার উপর কীভাবে সালাম জানাতে হয়, তা তো আমরা জানতে পেরেছি, কিন্তু আমরা কীভাবে আপনার উপর সালাত (দরূদ) পাঠাবো?"

তিনি বললেন: "তোমরা বলো: 'হে আল্লাহ! আপনি আপনার সালাত (দরূদ) ও রহমত বর্ষণ করুন মুহাম্মাদ (সা.)-এর উপর এবং মুহাম্মাদ (সা.)-এর বংশধরগণের উপর, যেমন আপনি তা বর্ষণ করেছিলেন ইবরাহীম (আ.)-এর বংশধরগণের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত/মর্যাদাবান।'"