الحديث


مسند ابن أبي شيبة
Musnad ibnu Abi Shaybah
মুসনাদ ইবনু আবী শায়বাহ





مسند ابن أبي شيبة (52)


52 - نا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ يُسَيْرِ بْنِ عَمْرٍو، قَالَ : سَأَلْتُ سَهْلَ بْنَ حُنَيْفٍ : أَسَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ هَؤُلاءِ الْخَوَارِجَ ؟، قَالَ : سَمِعْتُهُ، وَأَشَارَ بِيَدِهِ نَحْوَ الْمَشْرِقِ : ` يَخْرُجُ مِنْهُمْ قَوْمٌ يَقْرَءُونَ الْقُرْآنِ بِأَلْسِنَتِهِمْ لا يَعْدُو تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ ` *




অনুবাদঃ ইউসাইর ইবনে আমর (রাহিমাহুল্লাহ) বলেন, আমি সহল ইবনে হুনাইফ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম: আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খারেজীদের (খাওয়ারিজদের) কথা উল্লেখ করতে শুনেছেন?

তিনি বললেন, হ্যাঁ, আমি তাঁকে (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে) শুনেছি। তিনি (নবী) পূর্ব দিকে হাত দিয়ে ইশারা করে বললেন:

"তাদের মধ্য থেকে এক সম্প্রদায় বের হবে, যারা তাদের জিহ্বা দ্বারা কুরআন তিলাওয়াত করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দীন (ধর্ম) থেকে এমনভাবে বেরিয়ে যাবে, যেমন তীর ধনুক থেকে (শিকার ভেদ করে) বেরিয়ে যায়।"