مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস
1125 - حَدَّثَنَا دَاوُدُ بْنُ الْمُحَبَّرِ ، ثنا صَالِحٌ الْمُرِّيُّ ، عَنْ جَعْفَرِ بْنِ زَيْدٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: ` يُؤْتَى بِابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ فَيُوقَفُ بَيْنَ كَفَّتَيِ الْمِيزَانِ وَيُوَكَّلُ بِهِ مَلَكٌ، فَإِنْ ثَقُلَ مِيزَانُهُ نَادَى الْمَلَكُ بِصَوْتٍ يُسْمِعُ الْخَلَائِقَ: سَعِدَ فُلَانٌ سَعَادَةً لَا يَشْقَى بَعْدَهَا أَبَدًا ، وَإِنْ خَفَّتْ مِيزَانُهُ نَادَى الْمَلَكُ بِصَوْتٍ يُسْمِعُ الْخَلَائِقَ: شَقِيَ فُلَانٌ شَقَاوَةً لَا يَسْعَدُ بَعْدَهَا أَبَدًا `
অনুবাদঃ আনাস ইবনে মালিক (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: কিয়ামতের দিন আদম সন্তানকে আনা হবে এবং তাকে মীযানের (দাঁড়িপাল্লার) দুই পাল্লার মাঝখানে দাঁড় করানো হবে। তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হবে। যদি তার মীযান ভারী হয়, তখন ফেরেশতা এমন আওয়াজে ঘোষণা করবেন যা সকল সৃষ্টিজগত শুনতে পাবে: ‘অমুক ব্যক্তি এমন সৌভাগ্য লাভ করেছে যে, এর পরে সে আর কখনোই দুর্ভাগ্যপীড়িত হবে না।’ আর যদি তার মীযান হালকা হয়, তখন ফেরেশতা এমন আওয়াজে ঘোষণা করবেন যা সকল সৃষ্টিজগত শুনতে পাবে: ‘অমুক ব্যক্তি এমন দুর্ভাগ্যপীড়িত হয়েছে যে, এর পরে সে আর কখনোই সৌভাগ্যবান হবে না।’