الحديث


مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস





مسند الحارث (1129)


1129 - حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبَانَ ، ثنا إِسْرَائِيلُ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ ، عَنْ حُذَيْفَةَ قَالَ: ` يُجْمَعُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ فِي صَعِيدٍ وَاحِدٍ يَنْفُذُهُمُ الْبَصَرُ وَيُسْمِعُهُمُ الدَّاعِي، لَا تَكَلَّمُ نَفْسٌ، ثُمَّ يُنَادِي: مُحَمَّدُ، فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ فِي يَدَيْكَ، وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ، وَالْمَهْدِيُّ مَنْ هَدَيْتَ، وَعَبْدُكَ بَيْنَ يَدَيْكَ، وَبِكَ وَإِلَيْكَ، وَلَا مَنْجَى وَلَا مَلْجَأَ مِنْكَ إِلَّا إِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، سُبْحَانَ رَبِّ الْبَيْتِ، فَذَلِكَ الْمَقَامُ الْمَحْمُودُ `




অনুবাদঃ হুযাইফা (রাদিয়াল্লাহু আনহু) বলেন: কিয়ামতের দিন সকল মানুষকে একই সমতল ভূমিতে একত্রিত করা হবে, যেখানে দৃষ্টি তাদের ভেদ করে যাবে এবং আহ্বানকারী তাদের শোনাবে। কোনো ব্যক্তি কথা বলতে পারবে না। অতঃপর (আল্লাহর পক্ষ থেকে) আহ্বান করা হবে: ‘হে মুহাম্মাদ!’ তখন তিনি বলবেন: ‘আমি আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত, আপনার সাহায্য আমার জন্য সৌভাগ্যজনক। সকল কল্যাণ আপনার হাতেই, আর অকল্যাণ আপনার দিকে (সম্পর্কিত) নয়। যাকে আপনি হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতপ্রাপ্ত। আপনার বান্দা আপনার সামনে উপস্থিত। আপনার মাধ্যমেই ও আপনারই দিকে (ফিরে যেতে হবে)। আপনার নিকট থেকে বাঁচার বা আশ্রয়ের কোনো স্থান নেই, তবে আপনারই দিকে (আশ্রয়)। আপনি বরকতময় ও সুমহান। বাইতুল্লাহর রবের পবিত্রতা ঘোষণা করছি।’ আর সেটাই হলো মাকামে মাহমুদ (প্রশংসিত স্থান)।