الحديث


مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস





مسند الحارث (36)


36 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْكَرِيمِ، ثنا إِبْرَاهِيمُ بْنُ عَقِيلٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَهْبٍ يَعْنِي ابْنَ مُنَبِّهٍ، قَالَ: وَسَأَلْتُ جَابِرًا ` هَلْ فِي الْمُصَلِّينَ مِنْ طَوَاغِيتَ؟ قَالَ: لَا ، وَسَأَلْتُهُ هَلْ مِنْهُمْ مُشْرِكٌ قَالَ: لَا `




অনুবাদঃ ওয়াহাব ইবনু মুনাব্বিহ বলেন, আমি জাবির (রাদিয়াল্লাহু আনহু)-কে জিজ্ঞেস করলাম, ‘সালাত আদায়কারীদের মধ্যে কি কোনো তাওয়াগূত আছে?’ তিনি বললেন, ‘না।’ আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘তাদের মধ্যে কি কোনো মুশরিক আছে?’ তিনি বললেন, ‘না।’