الحديث


مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস





مسند الحارث (35)


35 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَزِيدَ، ثنا هَاشِمُ بْنُ يَزِيدَ السَّعْدِيُّ، عَنْ نَهْشَلِ بْنِ سَعِيدٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: يَا نَافِعُ أَدْنِنِي مِنْ سَبِيلِ الْحَاجِّ قَالَ: وَذَلِكَ بَعْدَمَا ضَعُفَ بَصَرُهُ ، فَفَعَلَ فَنَظَرَ إِلَى أَصْحَابِ الْمَحَامِلِ فَقَالَ: رَحِمَكُمُ اللَّهُ مَا أَنْعَمَكُمْ ، ثُمَّ نَظَرَ إِلَى أَصْحَابِ الْجَوَالِيقِ السُّودِ عَلَيْهَا الرِّجَالُ فَقَالَ: أَنْتُمُ الْحَاجُّ لَعَلِّي لَا أَلْقَاكُمْ بَعْدَ عَامِي هَذَا فَاسْمَعُوا مِنِّي حَدِيثًا أُحَدِّثَكُمُوهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «أَهْلُ قِبْلَتِنَا مُؤْمِنُونَ لَا يُخْرِجُهُمْ مِنَ الْإِيمَانِ إِلَّا الْبَابُ الَّذِي دَخَلُوا فِيهِ مِنْهُ»




অনুবাদঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন: তিনি (একদা) নাফি'কে বললেন, "হে নাফি'! আমাকে হাজিদের পথের কাছে নিয়ে আসো।" (বর্ণনাকারী বলেন,) এটি ছিল তার দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার পরের ঘটনা। নাফি' তাই করলেন। তিনি হাওদায় আরোহীদের দিকে তাকালেন এবং বললেন, "আল্লাহ তোমাদের প্রতি রহম করুন! তোমরা কতই না শান্তিতে আছো।" অতঃপর তিনি তাদের দিকে তাকালেন যারা কালো থলে বহন করে তাতে আরোহণ করেছিল। তিনি বললেন, "তোমরাই (আসলে) হাজী। সম্ভবত এ বছরের পর আমি তোমাদের সাথে আর মিলিত হবো না। তাই তোমরা আমার কাছ থেকে একটি হাদীস শোনো, যা আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা করছি।"

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "আমাদের কিবলার অনুসারীরা মুমিন। যে দরজা দিয়ে তারা (ঈমানের) প্রবেশ করেছে, সেই দরজা ছাড়া অন্য কিছুই তাদেরকে ঈমান থেকে বের করে দেবে না।"