مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস
5 - حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، ثنا أَبُو إِسْحَاقَ، عَنِ الْمُبَارَكِ بْنِ سَعِيدٍ قَالَ: سَمِعْتُ مَنْصُورَ بْنَ الْمُعْتَمِرِ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: إِنَّ ` إِبْلِيسَ قَعَدَ لِابْنِ آدَمَ بِأَطْرُقِهِ وَقَعَدَ لَهُ بِطَرِيقِ الْإِسْلَامِ فَقَالَ: أَتُسْلِمُ وَتَتْرُكُ وَلَدَكَ وَمَوْلِدَكَ وَأَهْلَكَ؟ فَعَصَاهُ فَأَسْلَمَ ثُمَّ قَعَدَ لَهُ بِطَرِيقِ الْهِجْرَةِ فَقَالَ لَهُ أَتُهَاجِرُ وَإِنَّمَا الْمُهَاجِرُ كَالْفَرَسِ فِي طِوَلِهِ لَا تَرِمْ ، فَعَصَاهُ فَهَاجَرَ فَقَعَدَ لَهُ بِطَرِيقِ الْجِهَادِ فَقَالَ لَهُ: أَتُجَاهِدُ إِنَّمَا الْجِهَادُ كَاسْمِهِ يَجْهَدُ الْمَالَ وَالنَّفْسَ فَتُقَاتِلُ فَتُقْتَلُ فَتُنْكَحُ الْمَرْأَةُ وَيُقَسَّمُ الْمَالُ فَعَصَاهُ فَجَاهَدَ ` ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «فَمَنْ كَانَتْ فِيهِ هَذِهِ الْخِصَالُ فَهُوَ مَضْمُونٌ عَلَى اللَّهِ إِنْ مَاتَ أَوْ قُتِلَ أَوْ غَرِقَ أَوِ احْتَرَقَ أَنْ يُدْخِلَهُ اللَّهُ الْجَنَّةَ»
অনুবাদঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: নিশ্চয় ইবলিস আদম সন্তানের প্রতিটি পথে তার জন্য ওঁত পেতে বসে থাকে। সে তার জন্য ইসলামের পথে বসে পড়ে এবং বলে: তুমি কি ইসলাম গ্রহণ করবে, আর তোমার সন্তান-সন্ততি, জন্মস্থান ও পরিবার-পরিজনকে ছেড়ে দেবে? কিন্তু সে তার অবাধ্য হয়ে ইসলাম গ্রহণ করে। এরপর সে হিজরতের পথে তার জন্য বসে পড়ে এবং তাকে বলে: তুমি কি হিজরত করবে? হিজরতকারী তো সেই ঘোড়ার মতো, যাকে রশিতে বেঁধে রাখা হয় এবং সে নড়াচড়া করতে পারে না। কিন্তু সে তার অবাধ্য হয়ে হিজরত করে। এরপর সে জিহাদের পথে তার জন্য বসে পড়ে এবং তাকে বলে: তুমি কি জিহাদ করবে? জিহাদ তো তার নামের মতোই—তা মাল ও জানকে পরিশ্রান্ত করে। তুমি যুদ্ধ করবে, এরপর নিহত হবে, ফলে তোমার স্ত্রীকে বিবাহ করা হবে এবং তোমার মাল ভাগ করে নেওয়া হবে। কিন্তু সে তার অবাধ্য হয়ে জিহাদ করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: যার মধ্যে এই গুণাবলি থাকবে, সে আল্লাহর দায়িত্বে থাকবে (আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিশ্চয়তা রয়েছে); সে যদি মারা যায় অথবা নিহত হয়, অথবা ডুবে যায় কিংবা পুড়ে যায়, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।