الحديث


مسند البزار
Musnad Al Bazzar
মুসনাদ আল বাযযার





مسند البزار (12)


12 - حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَيُّوبَ قَالَ: نا يَحْيَى بْنُ آدَمَ قَالَ: نا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، رَحْمَةُ اللَّهِ عَلَيْهِمَا أَنَّهُمَا بَشَّرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «سَلْ تُعْطَهْ» قَالَ أَبُو بَكْرٍ: وَهَذَا الْحَدِيثُ قَدْ رَوَاهُ زَائِدَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، وَلَمْ يَقُلْ: عَنْ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَلَا نَعْلَمُ أَحَدًا رَوَاهُ هَكَذَا إِلَّا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ أَبِي بَكْرٍ




অনুবাদঃ আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর থেকে শুনেছেন— আল্লাহ্ তাদের উভয়ের প্রতি রহম করুন— যে তারা তাকে সুসংবাদ দিয়েছিলেন যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "চাও, তোমাকে দেওয়া হবে।" আবূ বাকর (রাবী) বলেন: এই হাদীসটি যায়িদাহও আ‘সিম, তিনি যির, তিনি আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু তিনি ‘আবূ বাকর ও উমার’ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর উল্লেখ করেননি। আর আমরা জানি না যে, ইয়াহ্ইয়া ইবনু আদম আবূ বাকর (ইবনু আইয়্যাশ)-এর সূত্রে ছাড়া অন্য কেউ এভাবে (আবূ বাকর ও উমার-এর উল্লেখসহ) এটি বর্ণনা করেছেন।