مسند البزار
Musnad Al Bazzar
মুসনাদ আল বাযযার
26 - وَحَدَّثَنَاهُ إِبْرَاهِيمُ بْنُ زِيَادٍ قَالَ: نا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ قَالَ: نا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ أَبِي بَكْرٍ، وَعُمَرَ رَحْمَةُ ⦗ص: 81⦘ اللَّهِ عَلَيْهِمَا نَحْوَهُ. وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُ أَحَدًا رَوَاهُ فَوَصَلَهُ إِلَّا حَمَّادُ بْنُ سَلَمَةَ وَعَبْدُ الْوَهَّابِ، وَغَيْرُهُمَا يَرْوِيهِ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ مُرْسَلًا
অনুবাদঃ আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, ইবরাহীম ইবনু যিয়াদ আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন: আব্দুল ওয়াহহাব ইবনু আত্বা আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন: মুহাম্মাদ ইবনু আমর আমাদের কাছে বর্ণনা করেছেন, আবূ সালামাহ্-এর মাধ্যমে, আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আবূ বাকর ও উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেন যে, আল্লাহ তাঁদের উভয়ের প্রতি রহমত বর্ষণ করুন, এটি এর অনুরূপ। আর এই হাদীসটি হাম্মাদ ইবনু সালামাহ্ ও আব্দুল ওয়াহহাব ব্যতীত অন্য কেউ সংকলন করেছেন এবং এটিকে মাওসূল (যুক্ত সনদ) করেছেন বলে আমাদের জানা নেই। তাদের (উভয়ের) ব্যতীত অন্যান্য বর্ণনাকারীগণ এটিকে মুহাম্মাদ ইবনু আমর, আবূ সালামাহ্ থেকে মুরসাল (বিচ্ছিন্ন সনদ) হিসেবে বর্ণনা করেছেন।