مسند البزار
Musnad Al Bazzar
মুসনাদ আল বাযযার
35 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ قَالَ: نا عُقْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: نا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رضي الله عنه: «أَلَسْتُ أَحَقَّ النَّاسِ بِهَا، أَلَسْتُ أَوَّلَ مَنْ أَسْلَمَ أَلَسْتُ صَاحِبَ كَذَا، أَلَسْتُ صَاحِبَ كَذَا» ⦗ص: 95⦘ وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُ أَحَدًا قَالَ فِيهِ، عَنْ شُعْبَةَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، إِلَّا عُقْبَةُ بْنُ خَالِدٍ، وَقَدْ رَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ قَالَ: خَطَبَ أَبُو بَكْرٍ، وَلَمْ يَذْكُرْ أَبَا سَعِيدٍ
অনুবাদঃ আবূ সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আবূ বকর আস-সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "আমি কি এর (খিলাফত/দায়িত্বের) জন্য মানুষের মধ্যে সবচেয়ে উপযুক্ত নই? আমি কি প্রথম ব্যক্তি নই যিনি ইসলাম গ্রহণ করেছেন? আমি কি অমুক বিষয়ের অধিকারী নই? আমি কি অমুক বিষয়ের অধিকারী নই?"
[হাদীসটির বর্ণনাসূত্র সম্পর্কে মন্তব্য:] উক্ববাহ ইবনু খালিদ ব্যতীত অন্য কেউ শু'বাহ, তার থেকে জুরাইরি, তার থেকে আবূ নাদরাহ, তার থেকে আবূ সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সূত্রে এই হাদীসটি বর্ণনা করেছেন বলে আমরা অবগত নই। অথচ এটি আব্দুর রহমান ইবনু মাহদীও শু'বাহ, তার থেকে জুরাইরি, তার থেকে আবূ নাদরাহ সূত্রে বর্ণনা করেছেন, (তিনি) বলেন: আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ভাষণ দিয়েছিলেন। তবে তিনি আবূ সাঈদের নাম উল্লেখ করেননি।