مسند البزار
Musnad Al Bazzar
মুসনাদ আল বাযযার
52 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: نا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: نا شُعْبَةُ، عَنْ ⦗ص: 121⦘ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ قَالَ: قَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه: ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ: اشْرَبْ، فَشَرِبَ حَتَّى رَضِيتُ " قَالَ أَبُو بَكْرٍ: وَهَذَا الْمَوْضِعُ رَوَاهُ شُعْبَةُ مِنْ سَائِرِ الْحَدِيثِ، وَهَذَا الْحَدِيثُ بِطُولِهِ رَوَاهُ إِسْرَائِيلُ وَرَوَاهُ زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، وَحُدَيْجُ بْنُ مُعَاوِيَةَ أَخُو زُهَيْرٍ وَلَا نَعْلَمُ رَوَى الْبَرَاءُ، عَنْ أَبِي بَكْرٍ، إِلَّا هَذَا الْحَدِيثَ
অনুবাদঃ বারা' (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন: অতঃপর আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আসলাম এবং বললাম: পান করুন। তিনি পান করলেন, যতক্ষণ না আমি সন্তুষ্ট হলাম।
আবূ বাকর (ইবনু আবী শাইবাহ) বলেন: শু‘বাহ হাদীসের এই অংশটুকু অন্যান্য অংশ থেকে বর্ণনা করেছেন। আর এই পূর্ণাঙ্গ হাদীসটি ইসরাঈল, যুহাইর ইবনু মু‘আবিয়া এবং যুহাইরের ভাই খুদাইজ ইবনু মু‘আবিয়াও বর্ণনা করেছেন। আর আমরা জানি না যে বারা’ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে এই হাদীসটি ছাড়া অন্য কোনো হাদীস বর্ণনা করেছেন।