مسند الشاشي
Musnad Ash-Shashi
মুসনাদ আশ শাশী
1530 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ أَبُو جَعْفَرٍ الْبَغْدَادِيُّ، نا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ، نا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي الْيَسَرِ، قَالَ: لَقِيتُ امْرَأَةً بِالْمَدِينَةِ فَقَبَّلْتُهَا وَلَزِمْتُهَا غَيْرَ أَنِّي لَمْ أَنْكَحْهَا فَأَتَيْتُ عُمَرَ فَسَأَلْتُهُ فَقَالَ: اتَّقِ اللَّهَ وَاسْتُرْ عَلَى نَفْسِكَ، فَلَمْ أَصْبِرْ حَتَّى أَتَيْتُ أَبَا بَكْرٍ فَقَالَ: اتَّقِ اللَّهَ وَاسْتُرْ عَلَى نَفْسِكَ، فَلَمْ أَصْبِرْ حَتَّى أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ فَقَالَ: «هَلْ جَهَّزْتَ غَازِيًا؟» قُلْتُ: لَا، قَالَ: «فَهَلْ خَلَفْتَ غَازِيًا فِي أَهْلِهِ؟» قُلْتُ: لَا، قَالَ: فَقَالَ لِي وَقَالَ لِي: حَتَّى تَمَنَّيْتُ أَنِّي كُنْتُ دَخَلْتُ فِي الْإِسْلَامِ يَوْمَئِذٍ، فَلَمَّا وَلَّيْتُ بَعَثَ فِي أَثَرِي، ثُمَّ قَرَأَ عَلَيَّ: {وأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ} [هود: 114] قَالَ: فَقَالَ لَهُ أَصْحَابُهُ: أَلِهَذَا خَاصَّةً أَمْ لِلنَّاسِ عَامَّةً؟ قَالَ: «بَلْ لِلنَّاسِ عَامَّةً»
অনুবাদঃ আবূ ইয়াসার (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি মদিনায় এক মহিলার সাক্ষাৎ পেলাম। আমি তাকে চুম্বন করলাম এবং (তাকে) আঁকড়ে ধরলাম, তবে আমি তার সাথে সহবাস করিনি। অতঃপর আমি উমার (রাদিয়াল্লাহু আনহু)-এর কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: আল্লাহকে ভয় করো এবং নিজেকে গোপন রাখো (নিজের দোষ ঢেকে রাখো)। কিন্তু আমি ধৈর্য ধারণ করতে পারলাম না, অবশেষে আবূ বকর (রাদিয়াল্লাহু আনহু)-এর কাছে এলাম। তিনি বললেন: আল্লাহকে ভয় করো এবং নিজেকে গোপন রাখো। এরপরও আমি ধৈর্য ধারণ করতে পারলাম না, অবশেষে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: "তুমি কি কোনো যোদ্ধাকে (গাজী) সরঞ্জাম দিয়ে প্রস্তুত করেছ?" আমি বললাম: না। তিনি বললেন: "তুমি কি কোনো যোদ্ধার অনুপস্থিতিতে তার পরিবার-পরিজনের দেখাশোনা করেছ?" আমি বললাম: না। বর্ণনাকারী বলেন: তিনি আমাকে (নানা কথা) বললেন, এমনকি আমি সেদিন কামনা করলাম যে আমি যদি এই দিনেই ইসলাম গ্রহণ করতাম! যখন আমি ফিরে যাচ্ছিলাম, তখন তিনি আমার পিছু পিছু লোক পাঠালেন। অতঃপর তিনি আমার সামনে তেলাওয়াত করলেন: "আর দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত কায়েম করো। নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলো দূরীভূত করে দেয়।" (সূরা হূদ: ১১৪) বর্ণনাকারী বলেন: তখন তাঁর (নবীর) সাহাবীগণ তাঁকে জিজ্ঞাসা করলেন: এটা কি শুধু এই লোকটির জন্য নির্দিষ্ট, নাকি সকল মানুষের জন্য সাধারণভাবে প্রযোজ্য? তিনি বললেন: "বরং সকল মানুষের জন্য সাধারণভাবে প্রযোজ্য।"