الحديث


مسند أبي يعلى الموصلي
Musnad Abi Yala Al Mawsili
মুসনাদ আবী ইয়া`লা আল মাউসিলী





مسند أبي يعلى الموصلي (160)


160 - حَدَّثَنَا مُصْعَبُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي حُمَيْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا فَقَالَ: «أَنْبِئُونِي بِأَفْضَلِ أَهْلِ الْإِيمَانِ إِيمَانًا»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، الْمَلَائِكَةُ. قَالَ: «هُمْ كَذَلِكَ، وَيَحِقُّ لَهُمْ ذَلِكَ، وَمَا يَمْنَعُهُمْ وَقَدْ أَنْزَلَهُمُ اللَّهُ الْمَنْزِلَةَ الَّتِي أَنْزَلَهُمْ بِهَا؟ بَلْ غَيْرُهُمْ؟». قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، الْأَنْبِيَاءُ الَّذِينَ أَكْرَمَهُمُ اللَّهُ بِرِسَالَتِهِ وَالنُّبُوَّةِ، قَالَ: «هُمْ كَذَلِكَ، وَيَحِقُّ لَهُمْ، وَمَا يَمْنَعُهُمْ، وَقَدْ أَنْزَلَهُمُ اللَّهُ الْمَنْزِلَةَ الَّتِي أَنْزَلَهُمْ بِهَا؟ بَلْ غَيْرُهُمْ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، الشُّهَدَاءُ الَّذِينَ اسْتُشْهِدُوا مَعَ الْأَعْدَاءِ. قَالَ: «هُمْ كَذَلِكَ وَيَحِقُّ لَهُمْ، وَمَا يَمْنَعُهُمْ، وَقَدْ أَكْرَمَهُمُ اللَّهُ بِالشَّهَادَةِ مَعَ الْأَنْبِيَاءِ؟ بَلْ غَيْرُهُمْ». قَالُوا: فَمَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَقْوَامٌ فِي أَصْلَابِ الرِّجَالِ يَأْتُونَ مِنْ بَعْدِي، يُؤْمِنُونَ بِي، وَلَمْ يَرَوْنِي، وَيُصَدِّقُونَ بِي، وَلَمْ يَرَوْنِي، يَجِدُونَ الْوَرَقَ الْمُعَلَّقَ فَيَعْمَلُونَ بِمَا فِيهِ، فَهَؤُلَاءِ أَفْضَلُ أَهْلِ الْإِيمَانِ إِيمَانًا»

تحقيق الشيخ حسين سليم أسد الداراني : إسناده ضعيف

تحقيق الشيخ سعيد بن محمد السناري:
160 - منكر




অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে উপবিষ্ট ছিলাম। তখন তিনি বললেন: "তোমরা আমাকে বলো, ঈমানের দিক দিয়ে মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা?"

সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ! ফেরেশতাগণ।

তিনি বললেন, "তারা সেরকমই বটে, আর এটাই তাদের প্রাপ্য। তাদেরকে কিসে বাধা দেবে? আল্লাহ তো তাদেরকে সেই মর্যাদায় আসীন করেছেন যেখানে তিনি তাদের স্থান দিয়েছেন। বরং অন্য কেউ?"

তাঁরা বললেন, ইয়া রাসূলুল্লাহ! নবীগণ, যাদেরকে আল্লাহ তাঁর রিসালাত ও নবুওয়াত দ্বারা সম্মানিত করেছেন।

তিনি বললেন, "তারা সেরকমই বটে, আর এটাই তাদের প্রাপ্য। তাদেরকে কিসে বাধা দেবে? আল্লাহ তো তাদেরকে সেই মর্যাদায় আসীন করেছেন যেখানে তিনি তাদের স্থান দিয়েছেন। বরং অন্য কেউ?"

তাঁরা বললেন, ইয়া রাসূলুল্লাহ! শহীদগণ, যারা শত্রুদের বিরুদ্ধে শাহাদাত বরণ করেছেন।

তিনি বললেন, "তারা সেরকমই বটে, আর এটাই তাদের প্রাপ্য। তাদেরকে কিসে বাধা দেবে? আল্লাহ তো তাদেরকে নবীগণের সাথে শাহাদাতের মাধ্যমে সম্মানিত করেছেন। বরং অন্য কেউ?"

তাঁরা জিজ্ঞেস করলেন, তবে তারা কারা, ইয়া রাসূলুল্লাহ?

তিনি বললেন, "তারা হলো কিছু লোক, যারা পুরুষদের ঔরসে রয়েছে এবং আমার পরে আগমন করবে। তারা আমাকে না দেখেও আমার প্রতি ঈমান আনবে, আমাকে না দেখেও আমাকে সত্য বলে মেনে নেবে। তারা (কিতাবরূপে) রক্ষিত কাগজ খুঁজে পাবে এবং তাতে যা আছে তদনুযায়ী আমল করবে। সুতরাং ঈমানের দিক দিয়ে এরাই মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।"