الحديث


مسند أبي يعلى الموصلي
Musnad Abi Yala Al Mawsili
মুসনাদ আবী ইয়া`লা আল মাউসিলী





مسند أبي يعلى الموصلي (213)


213 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، قَالَ: كَتَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى عُتْبَةَ بْنِ فَرْقَدٍ: سَلَامٌ عَلَيْكَ، أَمَّا بَعْدُ: فَارْتَدُوا وَاتَّزِرُوا وَأَلْقُوا السَّرَاوِيلَاتِ، وَانْتَعِلُوا وَأَلْقُوا الْخِفَافَ، وَارْمُوا الْأَغْرَاضَ وَاقْطَعُوا الرُّكُبَ، وَانْزَوْا عَلَى الْخَيْلِ نَزْوًا، وَعَلَيْكُمْ بِالْجُرَمِيَّةِ وَالْمَعَدِّيَّةِ، وَإِيَّاكُمْ وَالتَّنَطُّعَ، وَزِيَّ الْعَجَمِ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنِ الْحَرِيرِ إِلَّا مَا كَانَ هَكَذَا، ثَلَاثَ أَصَابِعَ، أَوْ هَكَذَا أَرْبَعَ أَصَابِعَ»

تحقيق الشيخ حسين سليم أسد الداراني : إسناده صحيح

تحقيق الشيخ سعيد بن محمد السناري:
213 - صحيح




অনুবাদঃ আবু উসমান আন-নাহদী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত। তিনি বলেন:

উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) উতবা ইবনু ফারক্বাদ-এর কাছে লিখলেন: "আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর:

তোমরা (শরীরের) ঊর্ধ্বাংশ ও নিম্নাংশের পোশাক (যেমন: রিদা ও ইযার) পরিধান করো এবং পায়জামা পরিহার করো। তোমরা জুতা পরিধান করো এবং চামড়ার মোজা (খুফ্ফ) খুলে রাখো। তোমরা লক্ষ্যবস্তুতে তীর নিক্ষেপ করো, দৃঢ়পদ হও এবং ঘোড়ার উপর ক্ষিপ্রতার সাথে আরোহণ করো।

তোমাদের জন্য আল-জুরমিয়্যাহ এবং আল-মা’দিয়্যাহ (আরবীয় যুদ্ধ পদ্ধতি বা অশ্বচালনা শৈলী) অবলম্বন করা আবশ্যক। তোমরা বাড়াবাড়ি (তানাত্তু’) এবং অনারবদের পোশাক পরিধান থেকে সাবধান থাকো।

কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম পরিধান করতে নিষেধ করেছেন, তবে যদি তা এমন হয়—তিন আঙুল পরিমাণ, অথবা এমন হয়—চার আঙুল পরিমাণ (যা কাপড়ের নকশা বা পাড়ে ব্যবহৃত হয়)।"