الحديث


مسند أبي يعلى
Musnad Abi Ya’la
মুসনাদ আবী ইয়া`লা





مسند أبي يعلى (29)


29 - حَدَّثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ، عَنْ لَيْثِ بْنِ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ أَبِي بَكْرٍ

تحقيق الشيخ سعيد بن محمد السناري:
29 - صحيح




অনুবাদঃ আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন: “যে ব্যক্তি এমন সালাত আদায় করল, যা সে (সঠিকভাবে) সম্পূর্ণ করতে পারেনি, তখন তার রব (আল্লাহ্ তাআলা) ফেরেশতাদেরকে) আহ্বান করে বলেন: ‘তোমরা দেখো, আমার বান্দার কি কোনো নফল (ঐচ্ছিক) ইবাদত রয়েছে? যদি থাকে, তবে নফল দ্বারা তার ফরয সালাতটি সম্পূর্ণ করে দাও।”