مسند أبي يعلى
Musnad Abi Ya’la
মুসনাদ আবী ইয়া`লা
48 - حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ يَزِيدَ بْنِ بَابَنُوسَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ، دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعْدَ وَفَاتِهِ فَوَضَعَ فَمَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَوَضَعَ يَدَيْهِ عَلَى صُدْغَيْهِ، وَقَالَ: «وَانَبِيَّاهُ، وَاخَلِيلَاهُ، وَاصَفِيَّاهُ»
تحقيق الشيخ سعيد بن محمد السناري:
48 - حسن
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওফাতের পর আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর (রাসূলের) নিকট প্রবেশ করলেন। অতঃপর তিনি তাঁর মুখ মুবারক রাসূলের দুই চোখের মাঝখানে রাখলেন এবং তাঁর উভয় হাত রাসূলের কানের পার্শ্বে রাখলেন। এরপর তিনি বললেন: "ওয়া নাবীয়্যাহ! ওয়া খালীল্লাহ! ওয়া সাফিয়্যাহ!" (হায় আমার নবী! হায় আমার অন্তরঙ্গ বন্ধু! হায় আমার মনোনীত ব্যক্তি!)