مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ
مسند ابن الجعد (16)
16 - قَالَ شُعْبَةُ : وَحَدَّثْتُ أَيُّوبَ يَوْمًا بِحَدِيثِ قَيْسِ بْنِ مُسْلِمٍ ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ : ` أَنّ امْرَأَةً أَرَادَتِ الْحَجَّ، فَقَالَ أَيُّوبُ : هَاتُوا إِسْنَادًا مِثْلَ هَذَا ` *
অনুবাদঃ শু‘বাহ (রাহিমাহুল্লাহ) বলেন: আমি একদিন আইয়্যুবকে ক্বায়স ইবনু মুসলিমের সূত্রে ত্বারিক ইবনু শিহাব বর্ণিত (এই) হাদীসটি শোনালাম যে, এক মহিলা হজ্জ করার ইচ্ছা করলেন। তখন আইয়্যুব (রাহিমাহুল্লাহ) বললেন: ‘এরকম একটি সনদ (বর্ণনা পরম্পরা) নিয়ে এসো!’ (অর্থাৎ, সনদটি অতি মজবুত)।