الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (3056)


3056 - وَقَالَ حُسَيْنُ بْنُ فَهْمً ، سَمِعْتُ يَحْيَى بْنَ مَعِينٍ ، يَقُولُ وَسُئِلَ : ` أَيُّمَا أَثْبَتُ أَبُو النَّضْرِ أَوْ عَلِيُّ بْنُ الْجَعْدِ ؟ فَقَالَ يَحْيَى : ` خَرَّبَ اللَّهُ بَيْتَ عَلِيٍّ إِنْ كَانَ فِي الثَّبْتِ مِثْلُ أَبِي النَّضْرِ ، أَوْ نَحْوًا مِنْ هَذَا ` *




অনুবাদঃ হুসাইন ইবনে ফাহম (রহ.) থেকে বর্ণিত: তিনি বলেন, আমি ইয়াহইয়া ইবনে মাঈন (রহ.)-কে বলতে শুনেছি। যখন তাঁকে প্রশ্ন করা হলো: ‘আবু নযর নাকি আলী ইবনুল জা’দ—এই দুজনের মধ্যে অধিক নির্ভরযোগ্য (আসবাতি) কে?’

তখন ইয়াহইয়া (রহ.) বললেন, ‘আলী ইবনুল জা’দ যদি নির্ভরযোগ্যতার দিক থেকে আবু নযরের সমকক্ষ হয়, তবে আল্লাহ আলীর ঘর ধ্বংস করুন!’ অথবা এ ধরনেরই কিছু একটা (তিনি বলেছিলেন)।