الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (27)


27 - حُدِّثْتُ عَنْ عَبْدَانَ ، قَالَ : سَمِعْتُ أَبِي ، يَقُولُ : قَالَ شُعْبَةُ : ` وَأَيُّ شَيْءٍ أَلَذُّ مِنْ أَنْ نَلْقَى شَيْخًا قَدْ لَقِيَ النَّاسَ وَأَنْتَ تَسْتَثِيرُهُ وَتَسْتَخْرِجُ مِنْهُ الْعِلْمَ قَدْ خَلَوْتَ بِهِ ` *




অনুবাদঃ ইমাম শু’বা (রাহিমাহুল্লাহ) বলেন:

এমন আর কোন জিনিসটি এর চেয়ে বেশি আনন্দদায়ক হতে পারে যে, আমরা এমন একজন শায়েখের (শিক্ষকের) সাথে সাক্ষাৎ করি যিনি (বহু উস্তাদ ও অভিজ্ঞ) মানুষের সাথে সাক্ষাৎ করেছেন, আর আপনি তার সাথে নিরিবিলি অবস্থায় রয়েছেন, তাকে প্রশ্ন করে তার (জ্ঞানের) গভীরতা বের করছেন এবং তার থেকে ইলম (জ্ঞান) আহরণ করছেন?