مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ
2993 - حَدَّثَنَا عَلِيٌّ ، أَخْبَرَنِي الْهَيْثَمُ بْنُ جَمَّازٍ ، قَالَ : قَالَ رَجُلٌ عِنْدَ الْحَسَنِ : يَهْنِيكَ الْفَارِسُ، فَقَالَ الْحَسَنُ : ` وَمَا يَهْنِيكَ الْفَارِسُ ؟ لَعَلَّهُ أَنْ يَكُونَ بَقَّارًا أَوْ حَمَّارًا، وَلَكِنْ قُلْ : شَكَرْتَ الْوَاهِبَ وَبُورِكَ لَكَ فِي الْمَوْهُوبِ، وَبَلَغَ أَشَدَّهُ وَرُزِقْتَ بِرَّهُ ` *
অনুবাদঃ আল-হাসান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তাঁর নিকট একজন লোক বলল: "(আপনার জন্য) অশ্বারোহী (সন্তান) মুবারক হোক।"
আল-হাসান (রাহিমাহুল্লাহ) বললেন: "অশ্বারোহী (সন্তান) মুবারক হোক—এর অর্থ কী? হতে পারে সে একজন গরু চরানোর লোক (রাখাল) অথবা গাধার চালকও হতে পারে। বরং তুমি বলো:
’আপনি দানকারীর (আল্লাহর) শুকরিয়া আদায় করুন, আর আপনাকে যা দান করা হয়েছে, তাতে আপনার জন্য বরকত হোক; সে যেন তার পূর্ণ যৌবনে পৌঁছায় এবং আপনি তার আনুগত্য ও সদাচার লাভ করেন।’"