مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ
2997 - وَبِهِ، عَنْ مَكْحُولٍ ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَنْ عُمَيْرٍ ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ يُحَدِّثُ، أَنَّهُ سَمِعَ مُعَاذًا يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ : حَدِّثْنِي بِعَمَلٍ يُدْخِلُ الْعَبْدَ الْجَنَّةَ إِذَا عَمِلَهُ، قَالَ : ` بَخٍ بَخٍ، سَأَلْتَ عَنْ عَظِيمٍ وَهُوَ يَسِيرٌ لِمَنْ يَسَّرَهُ اللَّهُ لَهُ، تُقِيمُ الصَّلاةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَلا تُشْرِكُ بِاللَّهِ شَيْئًا ` *
অনুবাদঃ মু’আয ইবনে জাবাল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:
"(মু’আয জিজ্ঞাসা করলেন,) আমাকে এমন একটি আমল সম্পর্কে অবহিত করুন, যা কোনো বান্দা করলে তা তাকে জান্নাতে প্রবেশ করাবে।"
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "বাহ! বাহ! তুমি এক বিরাট বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো। তবে যার জন্য আল্লাহ তা সহজ করে দেন, তার জন্য তা নিতান্তই সহজ। (তা হলো:) তুমি ফরয নামায প্রতিষ্ঠা করবে, ফরয যাকাত আদায় করবে, এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না।"