مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ
مسند ابن الجعد (3029)
3029 - حَدَّثَنِي أَحْمَدُ بْنُ زُهَيْرٍ ، قَالَ : سُئِلَ يَحْيَى بْنُ مَعِينٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ، فَقَالَ : لَيْسَ بِهِ بَأْسٌ مِنْ أَهْلِ الشَّامِ ، وَالْعِرَاقِيُّونَ يَكْرَهُونَ حَدِيثَهُ *
অনুবাদঃ আহমাদ ইবনু যুহাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: ইয়াহইয়া ইবনু মাঈন (রাহিমাহুল্লাহ)-কে ইসমাঈল ইবনু আইয়্যাশ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে তিনি বললেন: শামের (সিরিয়া অঞ্চলের) অধিবাসীদের ক্ষেত্রে তাঁর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু ইরাকের লোকেরা তাঁর হাদীস অপছন্দ করে।