الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (3052)


3052 - وَبِهِ، عَنْ أَنَسٍ ، قَالَ : قَدِمْنَا الْبَصْرَةَ مَعَ أَبِي مُوسَى وَهُوَ أَمِيرٌ عَلَى الْبَصْرَةِ، فَقَامَ مِنَ اللَّيْلِ يَتَهَجَّدُ، فَلَمَّا أَصْبَحَ، قِيلَ لَهُ : أَصْلَحَ اللَّهُ الأَمِيرَ لَوْ رَأَيْتَ إِلَى نِسْوَتِكَ وَقَرَابَتِكَ وَهُمْ يَسْتَمِعُونَ لِقِرَاءَتِكَ، فَقَالَ : ` لَوْ عَلِمْتُ أَنَّ أَحَدًا يَسْمَعُ قِرَاءَتِي لَزَيَّنْتُ كِتَابَ اللَّهِ تَعَالَى بِصَوْتِي وَلَحَبَّرْتُهُ تَحْبِيرًا ` *




অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা (সাহাবীগণ) আবু মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে বসরায় আসলাম। সে সময় তিনি বসরা নগরীর আমীর ছিলেন। অতঃপর তিনি রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য দাঁড়ালেন।

যখন সকাল হলো, তখন তাকে বলা হলো: "আল্লাহ তাআলা আমীরকে কল্যাণ দান করুন! আপনি যদি আপনার স্ত্রী ও আত্মীয়-স্বজনদের দিকে দেখতেন—তারা সবাই মনোযোগ দিয়ে আপনার ক্বিরাআত (কুরআন তিলাওয়াত) শুনছিলেন।"

তিনি (আবু মূসা) বললেন: "যদি আমি জানতে পারতাম যে কেউ আমার ক্বিরাআত শুনছে, তবে অবশ্যই আমি আল্লাহ তাআলার কিতাবকে আমার কণ্ঠস্বর দ্বারা সুশোভিত করতাম এবং উত্তমরূপে ও সুন্দরভাবে তিলাওয়াত করতাম।"