الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (3055)


3055 - أُخْبِرْتُ عَنْ إِسْحَاقَ بْنِ أَبِي إِسْرَائِيلَ ، أَنَّهُ قَالَ فِي جِنَازَةِ عَلِيِّ بْنِ الْجَعْدِ : ` أَخْبَرَنِي يَعْنِي عَلِيًّا ، أَنَّهُ مُنْذُ نَحْوِ مِنْ سِتِّينَ سَنَةً يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا ` *




অনুবাদঃ ইসহাক ইবনে আবি ইসরাঈল (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি আলী ইবনুল জা’দের জানাজার সময় বলেছেন: "তিনি (আলী ইবনুল জা’দ) আমাকে জানিয়েছেন যে, তিনি প্রায় ষাট বছর ধরে একদিন রোজা রেখেছেন এবং একদিন রোজা ভঙ্গ করেছেন (অর্থাৎ, দাউদি রোজা পালন করেছেন)।"