مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ
مسند ابن الجعد (36)
36 - نا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ ، قَالَ : نا أَبُو دَاوُدَ ، قَالَ : أَخْبَرَنَا شُعْبَةُ ، قَالَ : ` قُلْتُ لِمُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، وَذَكَرَ حَدِيثًا، فَقُلْتُ لَهُ : مَنْ حَدَّثَكَ بِهِ ؟ قَالَ : حَدَّثَنِيهِ فُلانٌ، اسْتَرَحْتُ مِنْ رَهَقِكَ يَا شُعْبَةُ ؟ ` *
অনুবাদঃ শু’বা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:
তিনি বলেন, আমি মু’আবিয়া ইবনে কুররাকে বললাম, আর তিনি একটি হাদীস উল্লেখ করলেন। অতঃপর আমি তাঁকে জিজ্ঞেস করলাম: কে আপনাকে এই হাদীসটি বর্ণনা করেছেন?
তিনি বললেন: অমুক ব্যক্তি আমাকে এটি বর্ণনা করেছেন। হে শু’বা! তোমার পীড়াপীড়ি (বা বারবার প্রশ্ন করার চাপ) থেকে কি আমি মুক্ত হলাম?