مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
مسند أبي داود الطيالسي (1935)
1935 - حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` لا يُصَلِّي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ، وَلا الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ إِلا فِي أَهْلِهِ ` *
অনুবাদঃ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর পর দুই রাকাত এবং মাগরিবের পর দুই রাকাত (সুন্নাত) সালাত তাঁর পরিবারের কাছে (অর্থাৎ নিজ বাড়িতে) ছাড়া অন্য কোথাও আদায় করতেন না।