الحديث


مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী





مسند أبي داود الطيالسي (1936)


1936 - حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` أَهَلَّ حِينَ اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ ` *




অনুবাদঃ ইবন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উটনি তাঁকে নিয়ে সোজা হয়ে দাঁড়ানোর পর (অর্থাৎ সফরের জন্য প্রস্তুত হওয়ার পর) তালবিয়া শুরু করেন।