مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
1942 - حَدَّثَنَا صَخْرٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ وَهُوَ فِي الصَّلاةِ، فَحَكَّهَا وَهُوَ قَائِمٌ، فَلَمَّا صَلَّى تَغَيَّظَ عَلَى النَّاسِ، فَقَالَ : إِنَّ أَحَدَكُمْ إِذَا كَانَ فِي الصَّلاةِ فَإِنَّ اللَّهَ، عَزَّ وَجَلَّ، قِبَلَ وَجْهِهِ فَلا يَتَنَخَّمَنَّ أَحَدٌ مِنْكُمْ قِبَلَ وَجْهِهِ فِي الصَّلاةِ ` *
অনুবাদঃ ইবন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করার সময় মসজিদের ক্বিবলার দিকে একটি কফ (বা থুথু) দেখতে পেলেন। তিনি তখন দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তা ঘষে তুলে ফেললেন। অতঃপর যখন তিনি সালাত শেষ করলেন, তখন তিনি লোকদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন এবং বললেন: “তোমাদের মধ্যে যখন কেউ সালাতে থাকে, তখন আল্লাহ আয্যা ওয়া জাল্ল তার চেহারার দিকে (সম্মুখে) থাকেন। সুতরাং সালাত আদায়কালে তোমাদের কেউ যেন তার চেহারার দিকে (ক্বিবলার দিকে) থুথু বা কফ না ফেলে।”