الحديث


مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী





مسند أبي داود الطيالسي (1959)


1959 - حَدَّثَنَا الرَّبِيعُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` كُلُّ بَيِّعَيْنِ فَلا بَيْعَ بَيْنَهُمَا حَتَّى يَتَفَرَّقَا إِلا أَنْ يَكُونَ بَيْعُهُمَا بَيْعَ خِيَارٍ ` *




অনুবাদঃ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "প্রত্যেক ক্রেতা-বিক্রেতার (অর্থাৎ লেনদেনের সাথে জড়িত দুই পক্ষের) মধ্যে কোনো (চূড়ান্ত) বেচা-কেনা হয় না, যতক্ষণ না তারা পরস্পর পৃথক হয়ে যায়, তবে যদি তাদের বেচা-কেনাটি শর্তাধীন ইখতিয়ারের (খিয়ারে শৰ্তের) ভিত্তিতে হয়।"