الحديث


مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী





مسند أبي داود الطيالسي (1963)


1963 - حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ : حَدَّثَنَا الزُّبَيْرُ بْنُ الْعَرَبِيِّ، قَالَ : سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنِ الْمُزَاحَمَةِ عَلَى الْحَجَرِ، فَقَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` يَسْتَلِمُهُ، وَيُقَبِّلُهُ، فَقُلْتُ : أَرَأَيْتَ إِنْ أُغْلَبْ، أَوْ أُزْحَمْ ؟ قَالَ : اجْعَلْ أَرَأَيْتَ مَعَ ذَلِكَ الْكَوْكَبِ، رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُهُ، وَيَسْتَلِمُهُ ` *




অনুবাদঃ আবদুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

যুবাইর ইবনুল আরাবী (রাহিমাহুল্লাহ) বলেন, আমি ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে হাজরে আসওয়াদের কাছে ভিড় করা (ধাক্কাধাক্কি করা) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি সেটিকে (হাজরে আসওয়াদকে) স্পর্শ করতেন এবং চুম্বন করতেন।

আমি বললাম: আপনি কী মনে করেন, যদি আমি কাবু হয়ে যাই অথবা ভিড়ের কারণে বাধাগ্রস্ত হই?

তিনি বললেন: আপনার ‘আপনি কী মনে করেন’ (অর্থাৎ আপনার নিজস্ব শর্তের প্রশ্ন) কথাটিকে বরং সেই তারকার সাথে রাখুন! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি সেটিকে চুম্বন করতেন এবং স্পর্শ করতেন।