مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
1962 - حَدَّثَنَا أَبُو عُمَرٍو الأَزْدِيُّ أَوِ العَبْدِيُّ، قَالَ : حَدَّثَنَا أَبُو عَمْرٍو النَّدَبِيُّ، قَالَ : سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنِ الصَّلاةِ فِي السَّفَرِ، فَقَالَ : أَوَ تَأْخُذُ عَنِّي إِنْ حَدَّثْتُكَ ؟ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` إِذَا خَرَجَ مِنْ هَذِهِ الْمَدِينَةِ لَمْ يَزَلْ يُصَلِّي رَكْعَتَيْنِ حَتَّى يَرْجِعَ إِلَيْهَا ` *
অনুবাদঃ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
(বর্ণনাকারী আবু আমর আন-নাদাবি বলেন,) আমি ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে সফরকালীন সালাত (নামাজ) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: আমি যদি তোমাকে হাদীস বর্ণনা করি, তবে কি তুমি তা আমার থেকে গ্রহণ করবে?
(এরপর তিনি বললেন,) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মদীনা থেকে (সফরে) বের হতেন, তখন এই মদীনাতে ফিরে আসা পর্যন্ত সর্বদা দুই রাকাত সালাত আদায় করতেন।