مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
مسند أبي داود الطيالسي (2029)
2029 - حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ مُسْلِمٍ الْحَنَّاطِ، قَالَ : سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` لا تَلَقَّوْا الرُّكْبَانَ، وَلا يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ، وَلا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَنْكِحَ أَوْ يَدَعَ ` *
অনুবাদঃ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তোমরা (বাজারে আসার পথে) কাফেলাগুলোকে এগিয়ে যেয়ে সাক্ষাৎ করবে না। কোনো শহরবাসী যেন কোনো গ্রামবাসীর পক্ষে (মধ্যস্থতা করে) পণ্য বিক্রি না করে। আর কোনো ব্যক্তি তার অন্য ভাইয়ের বিবাহের প্রস্তাবের ওপর প্রস্তাব দেবে না, যতক্ষণ না সে (প্রথম প্রপোজকারী) বিবাহ করে নেয় কিংবা (ঐ প্রস্তাব) ছেড়ে দেয়।