الحديث


مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী





مسند أبي داود الطيالسي (2038)


2038 - حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ : أَخْبَرَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ : سَمِعْتُ زَاذَانَ، يَقُولُ : قُلْتُ لابْنِ عُمَرَ أَخْبِرْنَا مَا نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الأَوْعِيَةِ، أَخْبِرْنَا بِلُغَتِكُمُ وَفَسِّرْهُ لَنَا بِلُغَتِنَا، قَالَ : ` نَهَى عَنِ الْحَنْتَمِ، وَهِيَ الْجَرَّةُ، وَنَهَى عَنِ الْمُزَفَّتِ، وَهُوَ الْمُقَيَّرُ، وَنَهَى عَنِ الدُّبَّاءِ، وَهُوَ الْقَرْعُ، وَنَهَى عَنِ النَّقِيرِ، وَهِيَ أَصْلُ النَّخْلَةِ تُنْقَرُ نَقْرًا، وَتُنْسَحُ نَسْحًا، وَأَمَرَ أَنْ يُنْتَبَذَ فِي الأَسْقِيَةِ ` *




অনুবাদঃ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যা’যান (রাহিমাহুল্লাহ) বলেন, আমি ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় রাখার যে সকল পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন, সে সম্পর্কে আমাদেরকে আপনার ভাষায় অবহিত করুন এবং আমাদের ভাষায় তার ব্যাখ্যা করে দিন।

তিনি বললেন: তিনি (নবী সাঃ) ’হানতাম’ ব্যবহার করতে নিষেধ করেছেন—আর তা হলো মাটির বড় কলস। তিনি ’মুযাফ্ফাত’ ব্যবহার করতে নিষেধ করেছেন—আর তা হলো আলকাতরা লাগানো পাত্র (পিচ দ্বারা প্রলেপ দেওয়া)। তিনি ’দুব্বা’ ব্যবহার করতে নিষেধ করেছেন—আর তা হলো লাউ বা কুমড়ার খোলের পাত্র। আর তিনি ’নাকীর’ ব্যবহার করতে নিষেধ করেছেন—আর তা হলো খেজুর গাছের গোড়া যা খোদাই করে তৈরি করা হয়। আর তিনি (নবী সাঃ) মশকে (চামড়ার থলেতে) নবীয় (পানীয়) তৈরি করার নির্দেশ দিয়েছেন।