مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
2039 - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ : سَمِعْتُ رَجُلا مِنْ أَهْلِ نَجْرَانَ، يَقُولُ : قُلْتُ لابْنِ عُمَرَ : إِنَّمَا أَسْأَلُكَ عَنِ اثْنَتَيْنِ : عَنِ السَّلَمِ فِي النَّخْلِ، وَعَنِ الزَّبِيبِ وَالتَّمْرِ، فَقَالَ : ` أَمَّا السَّلَمُ فِي النَّخْلِ فَإِنَّ رَجُلا أَسْلَمَ فِي نَخْلٍ لِرَجُلٍ، فَلَمْ يَحْمِلْ ذَلِكَ الْعَامَ، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : بِمَ يَأْكُلُ مَالَهُ ؟ فَأَمَرَهُ فَرَدَّهُ عَلَيْهِ، ثُمَّ نَهَى عَنِ السَّلَمِ فِي النَّخْلِ حَتَّى يَبْدُوَ صَلاحُهُ، وَأَمَّا الزَّبِيبُ وَالتَّمْرُ فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِرَجُلٍ سَكْرَانَ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَمْ أَشْرَبْ خَمْرًا، إِنَّمَا شَرِبْتُ زَبِيبًا وَتَمْرًا، فَأَمَرَ بِهِ، فَضُرِبَ الْحَدَّ، وَنَهَى عَنْهُمَا أَنْ يُخْلَطَا ` *
অনুবাদঃ আবদুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
(আবু ইসহাক বলেন) আমি নাজ্রান-এর এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, আমি ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বললাম: আমি আপনাকে মাত্র দু’টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছি: খেজুর গাছের ফল অগ্রিম বিক্রি (সালাম চুক্তি) এবং কিশমিশ ও খেজুর (একসঙ্গে মেশানো) সম্পর্কে।
তিনি (ইবনে উমার) বললেন: ‘খেজুর গাছের ফল অগ্রিম বেচা (সালাম চুক্তি) সম্পর্কে শোনো: এক ব্যক্তি আরেক ব্যক্তির খেজুরের ফল অগ্রিম বিক্রি করেছিল। কিন্তু সেই বছর খেজুর গাছে কোনো ফল আসেনি। বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে উত্থাপন করা হলে তিনি বললেন: “এর বিনিময়ে সে তার সম্পদ কীভাবে ভোগ করবে?” অতঃপর তিনি (রাসূলুল্লাহ সাঃ) তাকে আদেশ করলেন যে সে তার (অগ্রিম প্রদত্ত) সম্পদ ফিরিয়ে নেবে। এরপর তিনি খেজুরের ফল পরিপক্বতা স্পষ্ট না হওয়া পর্যন্ত অগ্রিম বিক্রি করতে (সালাম চুক্তি করতে) নিষেধ করলেন।
আর কিশমিশ ও খেজুর (একত্রে মেশানো) সম্পর্কে হলো এই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এক মাতাল ব্যক্তিকে আনা হলো। সে বলল: ‘ইয়া রাসূলুল্লাহ! আমি মদ পান করিনি, বরং আমি কিশমিশ ও খেজুর (একত্রে ভিজিয়ে রাখা পানীয়) পান করেছি।’ অতঃপর তিনি (নবী সাঃ) তাকে (শাস্তি দেওয়ার) নির্দেশ দিলেন এবং তাকে বেত্রাঘাত করা হলো। আর তিনি কিশমিশ ও খেজুর একত্রে মিশিয়ে পান করতে নিষেধ করলেন।