مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
2043 - حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ جَابِرٍ، قَالَ : سَأَلْتُ الشَّعْبِيَّ عَنْ رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَقَالَ : ` تَعْتَدُّ بِالتَّطْلِيقَةِ، وَلا تَعْتَدُّ بِالْحَيْضَةِ `، أَقُولُهُ عَنْ قَوْلِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ *
অনুবাদঃ জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শা’বি (রাহিমাহুল্লাহ)-কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যে তার স্ত্রীকে হায়েয (মাসিক) অবস্থায় তালাক দিয়েছে। তিনি বললেন: “তালাকটি কার্যকর বলে গণ্য হবে, তবে (তালাকের কারণে) যে হায়েয চলমান রয়েছে, তা ইদ্দত (অপেক্ষার সময়কাল) হিসেবে গণ্য হবে না।” তিনি [শা’বি] আরও বললেন, আমি ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর উক্তি অনুসারে এই মাসআলাটি বলছি, যা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন।